PSYCHOSOMATIC WELLNESS CENTRE - HEALTH/WELLNESS SERVICES IN INDIA
"প্লে থেরাপি" কি এবং এটি কেন ব্যবহৃত হয় ? "প্লে থেরাপি" হলো এমন এক পদ্ধতি যেটি ছোট বাচ্চাদের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়, তা ছাড়াও বড়দের ক্ষেত্রেও এই পদ্ধতিটি ব্যবহার করা হয়ে থাকে | সাধারণত ৩-১২ বছরের বাচ্চাদের ক্ষেত্রে "প্লে-থেরাপি" প্রয়োগ করা হয়ে থাকে | এই পদ্ধতিটি বিভিন্ন মানসিক সমস্যা সমাধানে বিশেষ ভূমিকা পালন করে থাকে| এ.এস.ডি, এ.ডি.এইচ.ডি - ইত্যাদি নানারকম মানসিক রোগ নিরাময়ে এই পদ্ধতির প্রয়োগ লক্ষ্য করা যায়| যেসব বাচ্চারা মানসিকভাবে অনেকবেশি দুর্বল তাদের ক্ষেত্রে এই পদ্ধিতিটি বিশেষ গুরুত্বপূর্ণ | অনেক বাচ্চাদের মধ্যে ভয় কাজ করে, তারা নিজেদের মনের ভাব ঠিকভাবে প্রকাশ করতে পারেনা, সকলের সাথে ঠিকভাবে নিজেকে মানিয়ে নিতে পারেনা, সেইসব বাচ্চাদের ক্ষেত্রে এই পদ্ধিতির প্রয়োগ করা হয়ে থাকে | শুধুমাত্র যে রোগগ্রস্ত বাচ্চাদের এটি প্রয়োগ করা হয়ে থাকে তাই না, এমনকি সুস্থ বাচ্চাদের ওপর এই পদ্ধিতির প্রয়োগে আমূল পরিবর্তন লক্ষ্য করা যায় | সুফল: ১. বাচ্চাদের মানসিক বিকাশ ঘটে | ২. বাচ্চাদের কিছু মানসিক রোগ নিরাময়ে বিশেষ ভূমিকা পালন করে | ৩. ঔষধের প্রয়োগ না করার ফলে কোনোরকম পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি থাকেনা | ৪. বাচ্চাদের মানসিক স্ট্রেস কমানোর জন্যও এই পদ্ধতিটির ব্যবহার হয়ে থাকে | ৫. বড়োদের anxiety, depression, mental illness নিরাময়ে এটি ব্যবহৃত হয় | For any kind of psychological counseling- Contact: show contact info Psychologist: Debalina Chakraborty. Facebook Page: https://www.facebook.com/psychosomaticspecialist #playtherapy #playtherapistnearme #bestplaytherapistinkalyani #playtherapyforchild #mentalillnessremedies #mentalhealthcaretreatment #counselingpsychologist #bestpsychologistinkolkata #alternativetherapist #asdtreatment #adhdtherapy #graphocounseling #mentaldepressionfreelifestyle
4.00/5
1 reviews
Price:
₹ 0,00
₹ 0,00
Contact
CONTACT